ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘ঘ’ ইউনিট | ২০১৬-২০১৭ সালের প্রশ্ন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিটের ২০১৬-২০১৭ সালের সমাধানসহ প্রশ্ন।

বাংলা 

01. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয়- 
A. সকল B. নিচয়
C. বর্গ D. মালা 

02. অভাব বুঝিয়েছে কোন উপসর্গ- 
A. বিবর্ণ B. বিশুষ্ক C. অনুজ D. বিক্ষেপ 

03. 'আমাদের একটি গল্প বলুন।'- এই বাক্যে 'আমাদের' কোন কারকে কোন বিভক্তি? 
A. কর্তায় ষষ্ঠী C. কর্মে ষষ্ঠী 
B. অপাদানে সপ্তমী D. অধিকরণে সপ্তমী

04. আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে কী ভাবছিলেন?
A. তিনি যদি সক্রেটিস হতেন C. তিনি যদি এরিস্টটল হতেন 
B. তিনি যদি নেপোলিয়ন হতেন D. তিনি যদি বাল্মীকি হতেন

05. ছোটবেলায় অনুপম পণ্ডিতমশাইয়ের বিদ্রুপের পাত্র হয়েছিল কেন? 
A. দেখতে কদর্য ছিল বলে C. একটি কানে কম শুনত বলে 
B. সুন্দর চেহারার জন্য D. পড়ায় মনোযোগ ছিল না বলে

06. নিচের কোন কবির জন্ম বৃহত্তর ঢাকা জেলায়-
A. সৈয়দ শামসুল হক C. শামসুর রাহমান 
B. সুকান্ত ভট্টাচার্য D. আহসান হাবীব

07. 'কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।' এই প্রবচনটি রয়েছে যে রচনায়- 
A. অপরিচিতা B. চাষার দুক্ষু 
D. আহ্বান C. বিড়াল 

08. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কাব্যনাট্যাংশে জ্যোৎঞ্জার সাথে কী ঝরে পড়ে?
A. নদীর অশ্রু B. স্মৃতির দুধ C. পাহাড়ি ঢল D. আমার স্বপ্ন 

09. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? 
A. অশ্রুজল B. সপরিবার C. ইদানীংকালে D. জন্মবার্ষিকী 

10. 'ফাস্ত' বিশেষণ পদের বিশেষ্য রূপ- 
A. ধস B. ধ্বংস 
C. ধ্বস D. ধাষ্টা

11. নিচের কোনটি শুদ্ধ? 
A. পুষ্প + অঞ্জলি = পুষ্পাঞ্জলী C. বহ্নি + উৎসব বহৃ্যুৎসব 
B. মহা+ঈশ্বর=মহীশ্বর D. সৎ+চিন্তা=সুচিন্তা

12. 'ক্ষণজন্মা' নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? 
A. ক্ষণকালের জন্য জন্ম C. শুভক্ষণে জাত  
B. স্বল্পায়ু যার D. জন্মের ক্ষণ

13. 'তিনি রাশভারী হলেও মূলত হাতভারী লোক।' বাক্যে যুক্ত 'হাতভারী' শব্দটি কী অর্থের প্রকাশক?
A. ঔদার্য B. ক্ষমতা C. কৃপণতা D. দক্ষতা

14. 'আহ্বান' গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে পেত- 
A. লেবু, আম, কুমড়ো, কাঁচকলা B. বেল, চাঁপাকলা, জাম, আমড়া
C. আম, পেয়ারা, কাঁঠাল, কুমড়ো D. কাঁচকলা, লেবু, আম, লাউ 

15. 'পরদোষে কে চাহে মজিতে?"-উক্তিটি কার? 
A. বিভীষণের B. রাবণের C. মেঘনাদের D. লক্ষ্মণের

16. 'নাত-জামাই' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
A. নাতির জামাই B. যে নাতি সে-ই জামাই
C. নাতি রূপ জামাই D. নাতনির জামাই

17. সুপ্রকাশ কোনটি? 
A. পেট পরিষ্কার করা C. নাক ঝাড়া
B. থুতু ফেলা D. ঢেঁকুর তোলা

18 . 'নমনীয়তা'র বিপরীত শব্দ- 
A. দৃঢ়তা B. শক্তিময়তা
C. সদাশয়তা D. কর্কশতা

19. ‘He was out in reckoning.’- বাক্যটিতে যথাযথ বঙ্গানুবাদ- 
A. তার গোনায় ভুল হয়েছিল। 
B. তার শোনায় ভুল হয়েছিল। 
C. সে চিনতে ভুল করেছিল। 
D. তার মাথা খারাপ হয়েছিল।

20. কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়? 
A. নির্মাণ B. নিলাম C. নির্মূল D. নিতল

21. 'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ-
A. আচমকা বিপদ B. সাপকে দড়ি দিয়ে বাঁধাঃ 
C. জাদুকরী বিদ্যা অর্জন করা D. বিভ্রম

22. 'সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।' বাক্যটি-
A. সন্দেহবাচক B. অনুজ্ঞাবাচক 
C. ইচ্ছাবাচক D . কার্যকারণবাচক

23. "রক্তে আমার অনাদি অস্থি" কবিতায় কয়টি নদীর কথা বলা হয়েছে? 
A. তিনটি B. চারটি
C. পাঁচটি D. ছয়টি  

24. একতারার কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায়? 
A. ঐকতান B. সাম্যবাদী 
C. তাহারেই পড়ে মনে D. ফেব্রুয়ারি ১৯৬৯ 

25. 'শুনে বুকটা তার ঢিপঢিপকরছিল।'-এখানে 'চিপডিপ'- 
A. সমুচ্চয়ী অব্যয় C. অনুসর্গ অব্যয়
B. অনন্বয়ী অব্যয় D. অনুকার অব্যয় 

Answer Kevs: 1.C 2.A 3.C 4.B 5.B 6.C 10.A 11.C 12.C 13.C 14.A 15.A 16.D 17.A 18.A 19.A 7.C 8.B 9.B 20.B 21.D 22.C 23.D 24.A 25.D

ইংরেজি

Read the following passage and answer questions 1-5
Dolphins are regarded as the friendliest creatures in the sea and stories of them helping drowning sailors have been common since Roman times. The more we learn about dolphins, the more we realize that their society is more complex than people previously imagined. They look after other dolphins when they are ill, care for pregnant mothers and protect the weakest in the community, as we do. Some scientists have suggested that dolphins have a language but it is much more probable that they communicate with each other without needing words. Could any of these mammals be more intelligent than man? Certainly the most common argument in favor of man's superiority over them-that we can kill themore easily than they can kill us - is the least satisfactory. On the contrary, the more we discover about these remarkable creatures, the less we appear superior when we destroy them.

01. It is clear from the passage that dolphins ----.
A. don't want to be with us as much as we want to be with them
B. are proven to be less intelligent than once thought
C. have a reputation for being friendly to humans
D. are capable of learning a language and communicating with humans

02. The fact that the writer of the passage thinks that we can kill dolphins more easily than they can kill us ----.
A. means that they are better adapted to their environment than we are
B. shows that dolphins have a very sophisticated form of communication
C. proves that dolphins are not the most intelligent species at sea
D. does not mean that we are superior to them

03. One can infer from reading the passage that ----.
A. dolphins have some social traits that are similar to those of humans
B. communication is the most fascinating aspect of the dolphins
C. dolphins have skills that no other living creatures have, such as the ability to think
D. it is not usual for dolphins to communicate with each other

04. The passage seems to suggest that
A. Man is not a mammal.
B. Man is the most intelligent mammal.
C. There could be more intelligent mammals than man.
D. Dolphins are the only intelligent mammals.

05. According to the passage
A. Sailors have helped drowning dolphins since the Roman times.
B. Dolphins have drowned sailors since the Roman times.
C. Drowning sailors and dolphins have been helping each other since the Roman times.
D. Dolphins have been helping drowning sailors since the Roman times. 

Which of the following sentences is correct (6-7):
06. A. Doctor suggested patient to take vacation.
B. Learning the French isn't easy.
C. We had great time on the top of mountain.
D. He likes listening to music at night.

07. A. More you read, less you understand.
B. The more you read, the less you understand.
C. The more you read, less you understand.
D. More you read, the less you understand.

08. Choose the correctly spelled word.
A. Occassionally B. Ocassionally
C. Occasionaly D. Occasionally

Choose the correct preposition (9 &10):
09. My father was angry ---- me.
A. with B. at C. of D. on

10. London lies ---- the Thames.
A. over B. under C. on D. at

11. Which one of the following is not a synonym for 'anxiety'?
A. disquiet B. apprehension
C. unease D. indifference

12. What is the antonym for 'turbulence'?
A. tranquility B. disorder
C. disturbance D. rupture

Complete the statements with appropriate choices
(13-15):
13. The Bangladesh girls 'football team beat the Indian girls' team 2-1 with a ---- minute goal.
A. first B. injury C. penalty D. last

14. The doctor ---- checked the patient and found only minor problems.
A. casually B. reluctantly
C. thoughtfully D. thoroughly

15. The referee blew the whistle to end the game ----- there were two minutes left.
A. therefore B. although C. since D. however

Choose the word that is closest in meaning to the word in italics (16-17):
16. Sweet are the uses of adversity.
A. university B. publicity C. difficulty D. uncertainty

17. Speech was given to man to conceal his thoughts.
A. reveal B. hide C. express D. argue

18. I went after my dream and now I am a published writer. The underlined phrase means
A. pursued B. obtained C. got D. proceeded

Choose the best option (19-21):
19. If I had known he was in trouble, I ----- helped.
A. would B. would have
C. should have D. have had

20. Raju is someone you can ----- your confidence.
A. get into B. take into C. build up D. boost up

21. I could not figure ----- what the teacher was talking -----.
A. into, on B. by, on C. on, about D. out, about

Choose the correct pronoun (22-23):
22. ----- among you are from Class XII?
A. Who B. Which C. Whom D. Whose

23. The first half of the game belonged to us, the second half to -----.
A. they B. their C. those D. them

Choose the verb that agrees with the subject (24-25) :
24. The batsman ----- the ball with all his might.
A. striked B. struck C. stroke D. streaked

25. I am used to ----- coffee in the morning now.
A. drink B. drank C. drinking D. drunk

Answer Key: 1. C 2. D 3. A 4. C 5. D 6. D 7.B 8.D 9.A 10.C 11.D 12.A 13.D 14.D 15.B 16.C 17.B 18.A 19.B 20. D 21. D 22.A 23.D 24. B 25.C

সাধারণ জ্ঞান

01. 'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত? [Where is the 'Bangladesh Square' situated?]
A. লাইবেরিয়া [Liberia) B. মৌরিতানিয়া [Mauritania]
C. বুরুন্ডি [Burundil D. মোজাম্বিক [Mozambiquel 

02. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? [Where is the mausoleum of Bir Sreshtho Mostafa Kamal?] 
A. আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া [Akhaura, Brahmanbaria) 
B. চরফ্যাশন, ভোলা [Charfashion, Bholal
C. মুকসুদপুর, গোপালগঞ্জ [Muksudpur, Gopalganj) 
D. বিক্রমপুর, মুন্সিগঞ্জ (Bikrompur, Munshigonj) 

03. স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কী? What is the name of the first seaport built in independent Bangladesh?| 
A. পতেঙ্গা সমুদ্র বন্দর [Potenga Sea Port 
B. পায়রা সমুদ্র বন্দর [Payra Sea Port 
C. কুয়াকাটা বন্দর [Kuakata Port] 
D. মংলা সমুদ্র বন্দর [Mongla Sea Port 

04. ২০১৬ সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে? [Who among the following has been honored as 'freedom fighter' in 2016?] 
A. জাহানারা ইমাম [Jahanara Imam] 
B. আইভি রহমান [Ivy Rahman] 
C. ফেরদৌসী প্রিয়ভাষিণী [Ferdousi Priyabhashini] 
D. সুফিয়া কামাল [Sufia Kamal] 

05. বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কী বুঝানো হয়েছে? [What is meant by the stars that have been embedded in the National Emblem of Bangladesh? A. অর্থনীতি [Economyl 
B. অঙ্গীকার [Promisel 
C. লক্ষ্য ও উচ্চাকাঙক্ষা [Aims and Ambitions]
D. বাহাত্তরের সংবিধানের মূলনীতিসমূহ [Founding principles of the Constitution of 1972]

06. বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ? [Currently what percentage of the country's total fish production is Hilsha?]
A. প্রায় ৫০ ভাগ [Nearly 50 percent]
B. প্রায় ১২ ভাগ [Nearly 12 percent] 
C. প্রায় ৩৬ ভাগ [Nearly 36 percent) 
D. প্রায় ২৫ ভাগ (Nearly 25 percent) 

07. ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? [Where is Chheradia or Siradiya located?] 
A. হাতিয়ায় [In Hatiyal 
B. নিঝুম দ্বীপে [In Nijhum island] 
C. সেন্ট মার্টিন দ্বীপের উত্তরে [In the north of Saint Martins island 
D. সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণে [In the south of Saint Martins island]

08. জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত 'ঢাকেশ্বরী মন্দিরের' প্রতিষ্ঠাতা একজন রাজা। তাঁর নাম কী? [According to popular legends, a King had founded the famous 'Dhakeshwari Temple'. What was his name?] 
A. রাজা রামমোহন (Raja Ram Mohanl 
B. বল্লাল সেন (Ballal Sen) 
C. রাজা দেবজ্যোতি [Raja Devjyoti] 
D. লক্ষ্মণ সেন [Lakshman Sen)

09. বেদে বা বাইদ্যা নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর আদি নাম কী? [What is the original name of the mobile community named Bede or Baidya?] 
A. আরাকান [Arakan] B. মনতং [Mong-tongl 
C. রাজবংশী [Rajbongshil D. বেদী [Bedil 

10. কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র? Which film has been directed by Zahir Raihan?] 
A. আনোয়ারা [Anwaral] B. ধারাপাত |Dharapat] 
C . নদী ও নারী [Nodi O Nari] D . সুতরাং [Sutarang]

11. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল? [What was the nick name of Abul Barkat - a martyr of the Language Movement of 1952?] 
A. খোকা [Khokal C. আবুল [Abull 
B. আবু (Abul D. আবাই | Abail 

12. কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন? | Who became the first ever Bangladeshi to directly qualify for the Rio Olympic 2016?] 
A. শ্যামলী রায় (Shyamoli Royl 
B. মেজবাহ্ আহমেদ [Mezbah Ahmed) 
C. ছিদ্দিকুর রহমান (Siddikur Rahman) 
D. আব্দুল্লাহ হেল বাকী (Abdullah Hel Bakil  

13. কাটার মাস্টার খ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন? [How many wickets did Mustafizur Rahman-popularly known as Cutter Master-take in his debut ODI series?]
A. ১১ উইকেট [11 wickets) C. ১০ উইকেট [10 wickets) 
B. ১৩ উইকেট [ 13 wickets] D. ৯ উইকেট [9 wickets] 

14. বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে? [How many types of government notes are there in Bangladesh now?]
A. ৯ [9] B. ২ [2] C. ৩ [3] D. 8 [4]

15. আগরতলা যড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? [How many accused were there in Agartala Conspiracy Case?] 
A. ৩৫ [35] B. ২৫ [25] C. ১৮ [18] D. 88 [44] 

16. দোয়েল চত্বর-এর স্থপতি কে? [Who is the architect of Doel Chattar?] 
A. শামীম শিকদার (Shamim Shikder] 
B. নিতুন কুণ্ডু (Nitun Kundu) 
C. আজিজুল জলিল পাশা [Azizul Jalil Pasha] 
D. রফিক আজম [Rafiq Azam] 

17. বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ হতদরিদ্র? | What percentage of population is ultra-poor in Bangladesh?] 
A. ১০.৫ [10.5]   B. ১১.৯ [11.9]
C. ১২.৯ [12.9] D. ১৩.৬ [13.6] 

18 . শহিদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? [Martyred freedom fighter Shafi Imam Rumi was a member of?] 
A. বাংলাদেশ লিবারেশন ফোর্স [Bangladesh Liberation Force] 
B. ক্র্যাক প্লাটুন [Crack Platoon] 
C. ঢাকা গেরিলা (উত্তর) [Dhaka Guerrilla (North)] 
D. ঢাকা গেরিলা (দক্ষিণ) (Dhaka Guerrilla (South)] 

19. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? [Who was the only female member in the Constitution Drafting Committee of Bangladesh?] 
A. বেগম রাজিয়া বানু [Begum Razia Banu] 
B. আমেনা বেগম [Amena Begum]
C. সৈয়দা সাজেদা চৌধুরী [Syeda Sajeda Chowdhury] 
D. মতিয়া চৌধুরী [Matiya Chowdhury]

20. ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? When did Dhaka first become the capital of Bengal?] 
A. ১৭১০ [1710) B. ১৬১০ [1610] C. ১৬৫০ [1650] D. ১৬০৮ [1608) 

21. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? [What is the total number of Freedom Fighters who were awarded honorary titles by the state?]
A. ১৭৫ [175] B. ৪২৬ [426] 
C.৫৪৮ [548]  D. ৬৭৬ [676]

22. কোন স্থানকে ২০১৬-২০১৭ সালের জন্য সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে? [Which place has been declared as the SAARC cultural capital for the year 2016-2017?] A. মহাস্থানগড় |Mahasthangarh) 
B. কাঠমান্ডু [Kathmandu) 
C. কোচি [Kochil 
D. করাচি [Karachil

23. 'মনপুরা-৭০' কী? [What is 'Monpura-70'?]
A. একটি গ্রাম [A villagel B. একটি বন্দর (A port) 
C. একটি উপন্যাস [A novel] D. একটি চিত্রকর্ম |A painting]

24. সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর যে হাতিটি মারা যায় সেটার নাম কী? [What is the name of the Indian elephant which recently died in Bangladesh?] 
A. বঙ্গ-অধিপতি (Banga-Adhipatil 
B. বাংলার সাহস [Courage of Bengall 
C. বঙ্গ বাহাদুর [Bangabahaduri 
D. বঙ্গ-মৈত্রী [Banga-Moitree] 

25. অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? [Which is the position of Advocate Md. Abdul Hamid in the list of Presidents of Bangladesh?]
A. ১৮ তম [18th) B. ১৯ তম [19th]
C. ২০ তম [20th] D. ২১ তম [21th]

Answer Kevs: 1. A 2.A 3.B 4.C 5.D 6.B 7.D 8.B 9. B 10.A 11.D 12.C 13.B 14.C 15.A 16.C 17.C 18.B 19.A 20.B 21.D 22.A 23.D 24.C 25.C

01. তুরস্ক সম্পর্কে কোনটি সঠিক? [Which one of the following is true about Turkey?] 
A. এটি উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সদস্য [It is a member of the Gulf Cooperation Council (GCC)] 
B. এটি আরব লীগের সদস্য [It is a member of the Arab Leaguel 
C. এটি ন্যাটো জোটের সদস্য [It is a member of the NATO alliance! 
D. এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য [It is a member of the European Union (EU)] 

02. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে- [Summer Olympics 2020 will be held at 
A. এথেন্স [Athens] C. ভেনকুভার [Vancouver) 
B. বেইজিং [Beijing) D. টোকিও [Tokyol

03. অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? | Mount of Olives is located in  
A. পাকিস্তান (Pakistan) C. জেরুজালেম |Jerusalem] 
B. ইয়েমেন [Yemen) D. ইরাক [Iraq) 

04. কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? [Which country is not in the Euro Zone?] 
A. যুক্তরাজ্য [United Kingdom) B. সুইডেন [Sweden] 
C. ডেনমার্ক [Denmark) D. সবকটি [All of them 

05. ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যে বন্যার জন্য ফারাক্কা বাঁধকে দায়ী করেছেন? Which Chief Minister in India has recently blamed the Farakka dam for causing flood in the state that he/she represents?] 
A. আসামের মুখ্যমন্ত্রী [The Chief Minister of Assam) 
B. ত্রিপুরার মুখ্যমন্ত্রী [The Chief Minister of Tripural 
C. পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী [The Chief Minister of West Bengal) 
D. বিহারের মুখ্যমন্ত্রী [The Chief Minister of Bihar)

06. প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index, 2016 অনুযায়ী বাংলাদেশ কততম ঝুঁকিপূর্ণ দেশ? [According to World Risk Index 2016, which is based on risks to natural disasters, Bangladesh is ranked]
A. প্রথম [First] B. পঞ্চম [Fifth] C. তৃতীয় [Third] D. যষ্ঠ (Sixth] 

07. নিচের কোন দেশটি 'জি-৮'-এর সদস্য নয়? [Which of the following countries is not a member of 'G-8"?] 
A. ফ্রান্স [France] B. যুক্তরাজ্য (United Kingdom) 
C. নেদারল্যান্ডস [The Netherlands) D. রাশিয়া (Russia] 

08. তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম [The first female president of Taiwan is-] 
A. ওয়াং লি [Wang Leel B. সাই ইং-উয়েন [Tsai Ing-wen] 
C. মিং কিন [Ming Kin) D. হুং সিউ চু (Hung Hsiu Chul 

09. প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন-[The first woman to climb the Mt. Everest was 
A. ভ্যালিনটিনা তেরেশকোভা [Valentina Tereshkoval 
B. জুনকো তাবেই |Junko Tabeil 
C. ক্যারোলিন মিকেলসন [Karoline Mikkelson 
D. কেউই নন [None of them 

10. বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে? [The term 'global village' was coined by] 
A. রবার্ট ম্যাকনামারা [Robert McNamaral 
B. মার্শাল ম্যাকলুহান [Marshal McLuhan) 
C. ফুয়াদ মাসুম [Fuad Masum 
D. ইভান্স পল [Evans Paul]

11. 'মানব উন্নয়ন সূচক ২০১৫' র‍্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি? [Which country is ranked number one in Human Development Index 2015?] 
A. নরওয়ে [Norway] B. অস্ট্রেলিয়া [Australia) 
C. কানাডা [Canada] D. আমেরিকা [USA] 

12. ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে কোথায়? [In which venue will the opening match of ICC cricket World Cup 2019 be held?]
A. দ্য ওভাল (The Ovall 
B. লর্ডস [Lord's] 
C. সোফিয়া গার্ডেনস [Sophia Gardens] 
D. ওল্ড ট্রাফোর্ড [Old Trafford] 

13. জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন- [The next Secretary General of the United Nations is-] 
A. আইরিনা বকোভা [Irina Bokoval 
B. হেলেন ক্লার্ক (Helen Clark) 
C. আন্তোনিও গুতেরেস | Antonio Guterres) 
D. আইগর লুকসিক [Igor Luksic] 

14. 'কপ ২১' সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? ['Cop 21' conference is related to] 
A. পুলিশের আধুনিকায়ন [Police Modernization) 
B. বিশ্ব সন্ত্রাসবাদ [Global Terrorism] 
C. বিশ্ব পরিবেশ পরিবর্তন [Global Climate Changel 
D. দারিদ্র বিমোচন (Poverty Alleviation] 

15. হিলারি ক্লিনটন ২০১৬ সালের আমেরিকার নির্বাচনে কাকে তাঁর রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন? Who has Hilary Clinton chosen as her running mate in 2016 US election?] A. টিম কেইন [Tim Kaine]
B. মাইক পেন্স (Mike Pence]
C. জুলিয়ান ক্যাস্ট্রো [Julian Castro]
D. ফিস ক্রিস্টি [Chris Christie]

16. যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজের ভোট সংখ্যা- [The total number of Electoral College votes in the United States is- 
A. ৫২৯ [529] B. ৫২০ [520] C. ৫৯০ [590] D. ৫৩৮ [538] 

17. 'জি-২০' ফোরামে কয়টি দেশ রয়েছে? [How many countries are there in 'G-20' forum?]
A. ১৮ [18] B. ১৯ [19] C. ২১ [21] D. ২০ [20]

18. The Clash of Civilizations and the Remaking of World Order গ্রন্থটি কে লিখেছেন? [Who wrote the book The Clash of Civilizations and the Remaking of World Order?] 
A. স্যামুয়েল পি হান্টিংটন [Samuel P. Huntington]
B. কার্ল মার্কস (Karl Marx] 
C. বিল ক্লিনটন [Bill Clinton] 
D. অমর্ত্য সেন [Amartya Sen] 

19. 'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।' উক্তিটি কার? ['I have not seen the Himalayas, I've seen Sheikh Mujib.' -Who made this statement?] 
A. জন এফ কেনেডির [John F Kennedy] 
B. নেলসন ম্যান্ডেলার [Nelson Mandelal 
C. মার্শাল টিটোর [Marshal Tito] 
D. ফিদেল ক্যাস্ট্রোর [Fidel Castro] 

20. রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ-বিমানের নাম কী? [Which US fighter-plane is designed to avoid the detection of radar?] 
A. সি-১৩০ [C-1301 
B. হকার হারিকেন [Hawker Hurricane] 
C. স্টেলথ [Stealth] 
D. ডি হাভিল্যান্ড মসকিটো [de Havilland Mosquitol 

21. কোন দেশটি ন্যাটোর সদস্য নয়? [Which country is not a member of NATO?] 
A. দক্ষিণ কোরিয়া [South Korea] 
B. অস্ট্রেলিয়া [Australia] 
C. জাপান [Japan] 
D. সবগুলো [All of them]

22. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? [Which was the first country to allow women to vote?]
A. নিউজিল্যান্ড [New Zealand] B. মার্কিন যুক্তরাষ্ট্র [United States]
C. সুইজারল্যান্ড [Switzerland] D. ইটালি [Italy]

23. আফ্রিকার কোন দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এ পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে? [Which one of the following African states has observer status in the South Asian Association for Regional Cooperation (SAARC)?] 
A. দক্ষিণ আফ্রিকা [South Africa] 
B. জিম্বাবুয়ে (Zimbabwe) 
C. মরিশাস [Mauritius) 
D. নাইজেরিয়া [Nigerial 

24. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? [Which is the largest Muslim country in the world in terms of area?] 
A. ইন্দোনেশিয়া (Indonesia] B. ইরান [Iran] 
C. কাজাকিস্তান [Kazakhstan] D. সৌদি আরব [Saudi Arabia]

25. কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? [Who is called the Father of the Green Revolution?]
A. জোসেফ ওয়াটসন [Joseph Watson] B. হেনরি এ ওয়ালেস [Henry A Wallacel

C. র‍্যাচেল কারসন [Rachel Carsonl D. নরম্যান বোরল্যাগ [Norman Borlaug] 

Answer Keys: 1. C 2.D 3.C 4.D 5.D 6.B 7.C 8.B 9. В 10.B 11.A 12.B 13.C 14.C 15.A 16.D 17.B 18.A 19.D 20.C 21.D 22.A 23.C 24.C 25.D


সর্বশেষ সংবাদ